ওসমান হোসাইন, চট্টগ্রাম, প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
কর্ণফুলী উপজেলা শিকলবাহার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সহ সভাপতি মরহুম আবুল কালাম বকুল চেয়ারম্যান ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা শুক্রবার(১৬জুন)বিকালে বকুল বাংলোতে বকুলের চেয়ারম্যানের সন্তান উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেকান্দার হোসেন সভাপতিত্বে আব্দুল খালেক জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী,প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সোলাইমান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ ফারহানা মমতাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো: মামুনুর রশীদ,উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হালিম,অর্থ সম্পাদক আবদুল করিম ফোরকান,কৃষি বিষয়ক সম্পাদক মো:হারুন চৌধুরী (নেভী), প্রচার সম্পাদক ইন্জিনিয়ার হাসমত আলী, হাজী মো: ইব্রাহিম ফারুক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু উপজেলা যুবলীগের সহ সভাপতি ওসমান হোসাইন সহ শিকলবাহার সর্বস্তরের জনগন।
বক্তারা বলেন বকুল চেয়ারম্যান দীর্ঘদিন তৃতীয় বার শিকলবাহার ইউপি নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত বকুল চেয়ারম্যান গরীবদের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। অসহায় মানুষের শ্রদ্ধা ভালো বাসায় জীবন যাপনে অভ্যস্ত ছিলেন। বকুল চেয়ারম্যান বেঁচে থাকবে কর্ণফুলীর মাটি ও মানুষের হৃদয়ে"
No comments:
Post a Comment