বাঁশখালীতে বিদ্যালয়ে অনুষ্ঠান পন্ডের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পিবিআইয়ের তদন্ত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 17 June 2023

বাঁশখালীতে বিদ্যালয়ে অনুষ্ঠান পন্ডের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পিবিআইয়ের তদন্ত

একুশে মিডিয়া, প্রতিবেদক:

ই-একুশে মিডিয়া

বাঁশখালীর কাথরিয়া- বাগমারা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে অনুষ্ঠান পন্ড ভাংচূর করা মামলায় কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইবনে আমিনের বিরুদ্ধে শনিবার (১৭ জুন) পিবিআই তদন্ত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’ উপ-পরিদর্শক মো. রোস্তম আলী শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, অভিযুক্ত চেয়ারম্যান ইবনে আমিন, স্কুল কমিটির সদস্য কর্মকর্তাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের তথ্য সংগ্রহ করেন স্থানীয় সাংবাদিকদের পিবিআই তদন্ত কর্মকর্তা মো. রোস্তম আলী বলেন, কাথরিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ওবাইদুল্লাহ বাদী হয়ে গত ১৮ মে চট্টগ্রামের সদর দ্রুত বিচার আদালতে আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ( দ্রুত বিচার) ২০১৮ এর ধারায় মামলাটি করেন

ওই মামলায় প্রধান অভিযুক্ত আসামী কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইবনে আমিন আব্দুল মান্নান মো. নাসির উদ্দিন নামের আরও জন জ্ঞাত রাখলেও মামলায় অজ্ঞাত রাখা হয়েছে আরও ১৪/১৫ জন আসামী পিবিআই ঘটনার প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে কাজ করে যাচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় বিদায় অনুষ্ঠান পন্ড ভাংচূর করা চরম অপরাধ শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা হলে জাতি ধ্বংস হয়ে যাবে আমরা নিরপেক্ষ তদন্ত প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করছি

কাথরিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর বলেন, স্কুলে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি মিলে সর্বমোাট শিক্ষার্থীর সংখ্যা ১৮ শত ৭৩ জন এসএসসি পরীক্ষার্থী ছিল ২শত ১৩ জন বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইবনে আমিন দাওয়াত না পাবার অভিযোগ তুলে গত ২৭ এপ্রিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পন্ড স্কুলে তালা লাগিয়ে দিয়ে ভাংচূর করেছিল ওই অভিযোগে গত ১৮ মে বাদী হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামলাটি করেছিল পিবিআইয়ের কাছে আমার আবেদন ঘটনার প্রকৃত তদন্ত করা হোক কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. ইবনে আমিন বলেন, স্কুলের সভাপতি আমার সাথে ঘটনা মীমাংসা করে ফেলবে বলেছেন আবার কেন মামলা হলো, তদন্ত হচ্ছে বুঝতে পারছি না আমি তো কোন দোষ করিনি

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages