ই-একুশে মিডিয়া |
বাঁশখালী উপজেলায় প্রায় ৪১ বছর ধরে পত্রিকা বিক্রির দায়িত্ব পালনকারী হকার মোহাম্মদ ইউসুফ (৬৪) দীর্ঘদিন জন্ডিস ও লিভারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃ শ্বাস ত্যাগ করেছেন।
জানা জায়, বুধবার (২১ জুন) সকালে কক্সবাজার জেলার রামুতে ডাক্তারের চিকিৎসা নিয়ে নিজ গ্রামে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাঁশখালীর চাম্বলে । তাকে বিকাল ৩টায় চাম্বলস্থ বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরক চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ ইউসুফ বৈলছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেচুরিয়া হুজিত্যাপাড়ার গুরা মিয়ার ছেলে। পরিবারে তার দুই সন্তান রয়েছে। বুধবার রাত ৯টায় বৈলছড়ি হুজিত্যাপাড়া বায়তুল নাঈম জামে মসজিদ মাঠে জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পত্রিকার পাঠকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি প্রায় ৪১ বছর ধরে উপজেলা পরিষদ গেইটের সামনে সাইকেল নিয়ে অবস্থান করে এবং দক্ষিণ বাঁশখালীতে ৭টি ইউনিয়নে পত্রিকা বিলি বন্টন করত মোহাম্মদ ইউসুফ। দূর্যোগকালীন সময়েও ছুটে চলত সে। রোগে আক্রান্ত হয়ে জর্জরিত থাকা অবস্থায় গ্রামে গ্রামে ঘুরে পত্রিকা বিক্রি করেছেন।
হকার মোহাম্মদ ইউসুফ এর মৃত্যুতে বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাস ও সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ছৈয়দুল আলম সহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যগণ, বাঁশখালীতে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ, পত্রিকার হকারগণ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।
No comments:
Post a Comment