একুশে মিডিয়া, রিপোর্ট:ই-একুশে মিডিয়া
তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপির সাথে শনিবার (২৪ জুন) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম সার্কিট হাউজে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির আহবায়ক এরাদুল হক নিজামী ভূট্রো, সদস্য সচিব মো নাছির উদ্দিন রিয়াজ, সদস্য নুরে আলম সিদ্দিকী, গিয়াস উদ্দিন, এড মিলাদুল আমিন, দিদারুল আলম দিদার, এড মামুন উদ্দিন, দিপন দাস, জাবেদ জাহাঙ্গীর টুটুল, দেলোয়ার হোসেন, হেলাল তালুকদার, ইমরান হোসেন মুন্না, প্রকৌশলী ইয়াকুব মুন্না,
কান্ছন মিয়া, মার্শাল টিটু, শওকত চৌধুরী, মোঃ রাশেদ, জবরুদ উল্লাহ জয়, ইন্জিঃ মোঃ লোকমান, মোঃ সোহেল, মোঃ মহিউদ্দিন আজাদ প্রমুখ।
উল্লেখ্য যে, ২৪ জুন (শনিবার) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত প্যাডে চট্রগ্রাম উত্তরজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এ সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেয়া হয়।
আগামী ২৭ জুলাই চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের তারিখ কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তি।
No comments:
Post a Comment