সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
"রুখবো দূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষার্থীদের অংশগ্রহনে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দূর্নীতি দমন কমিশন পাবনা ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম এ বাকী'র সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ের ৮ টি স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ করেন। এতে তামাই প্রভাকর বিদ্যালয়ে বিজয়ী ও আজগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় রানাআপ হিসাবে নির্বাচিত হয়। পরে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও রানাআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া, পাবনা জেলা সমন্বিত দূর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, বীর মুক্তিযোদ্ধা গাজী সাইদূর রহমান সহ আরো অনেকই উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment