একুশে মিডিয়া, প্রতিবেদক:ই-একুশে মিডিয়া
চট্টগ্রামের বাঁশখালীতে এক সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুর করে মালামাল লুট ও জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (৬ জুন) বিকেলে উপজেলার প্রধান সড়কের জলদির গ্রীনচিলি রেস্টুরেন্ট হল রুমে উত্তর জলদী ব্রাহ্মণপাড়া, ৬নং ওয়ার্ডের বাবুল সুশীলের স্ত্রী মালতী রানী সুশীল এর পরিবারের পক্ষ সংবাদ সম্মেলনের আয়োজন করে। ওই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মালতী রানী সুশীল ও তাঁর পরিবারের সদস্যরা সাংবাদিকদের বলেন,আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট চক্র আমাদের বসতঘর ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে গেছে,এবং ভাড়াঘরে তালা লাগিয়ে দিয়েছে তারা।এখন ঘরের ভিতরের পাকা দেয়াল ভেঙ্গে রাতের আঁধারে মাটি ভরাট করে দখল করে নিচ্ছে।
এসময় মালতী রানী সুশীল আরো বলেন, বিগত ২০০৭ সালের ৪১৭৪ নং সাব রেজিস্ট্রীকৃত দলিল মূলে বি এস ১৭২৫ নং খতিয়ানের বি.এস ৮৭১৭, ৮৭১৯,৮৭২৭ নং দাগাদির আন্দর আপোষ চিহ্নিত মতে বি এস ৮৭১৭ এবং ৮৭১৯ নং দাগের আদলে সৃজিত ৪০৪৮ নং খতিয়ানভূক্ত ১৩ গণ্ডা, ১ কড়া, ১ক্রান্তি জায়গায় দখলে থাকিয়া বহু অর্থ ব্যয়ে মাটি ভরাটপূর্বক বসতঘর, ভাড়াঘর নির্মাণ করে এবং পুকুরে মাছ চাষ ও ফলজ,বনজি বিভিন্ন জাতের গাছ রোপন করাসহ দীর্ঘ প্রায় দেড়যুগের অধিক সময়কাল পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোগদখলে আছি।
এরই মধ্যে চেচুরিয়া কে.বি বাজার এলাকার ননী গোপাল চক্রবর্তীর পুত্র টুটন চক্রবর্তী,দক্ষিণ জলদির মৃত চিন্তাহরণ চৌধুরীর পুত্র অশোক চৌং প্রঃ অশোক মুন্সি, নজির আহমদের পুত্র দিয়েছি। সব্বির আহমদ, শাহ আলমের পুত্র মোঃ জসিম উদ্দিন,মৃত্যু আব্দুস সালামের পুত্র আব্দুল জলিলের নেতৃত্ব স্থানীয় প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির লোকজন হঠাৎ করে দা,লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র-শস্ত্রসহ আমাদের টিনের চাউনি ও বেড়াযুক্ত একটি বসতঘর ভাংচুর করে সমস্ত মালামাল লুট করে নিয়ে যায় এমনকি পুকুরের মাছ পর্যন্ত উল্লেখিত সন্ত্রাসীরা লুটে নিয়ে গেছে। এসময় ওই সন্ত্রাসীরা আমাদের সেমি পাকা ও টিনের চাউনিযুক্ত ৪টি ভাড়াঘর থেকে ভাড়াটিয়াদের বের করে দিয়ে ওই ঘর গুলোতে তালা লাগিয়ে দিয়েছে।
এরই মধ্যে পরে গত ২ জুন গভীর রাতের আঁধারে সন্ত্রাসীরা ওই সেমি পাকা ঘরের ভিতরের পাকা দেয়াল ভেঙে ইট গুলো নিয়ে যায় এবং ওই রাতে পুকুরে মাটি ভরাট করছে। ৪ জুন একই ভাবে রাত আনুমানিক ২টা থেকে পুনরায় মাটি ভরাট করার বিষয়ে জানতে পেরে ৫ জুন এই বিষয়ে আমি সংশ্লিষ্ট থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কেও বিষয়টি অবহিত করা হয়।
উল্লেখ্য, এই সংক্রান্তে আদালতে মামলাও চলমান রয়েছে। ভাড়া বসতঘরে বেআইনি ভাবে অস্ত্র-সস্ত্র, লাঠিসোঁটা ও দা, কিরিচ নিয়ে হামলা চালিয়ে আমাদের বসতঘর ও ভাড়াঘর ভাংচুর করেছে,এবং আমাদের ভাড়াটিয়া পরিবার গুলোকে ভাড়াঘর থেকে তাড়িয়ে দেয়।এইসব বিষয়ে আমরা কোন ধরনের আইনী সহায়তা পাচ্ছি না,তাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সন্ত্রাসীদের হাত থেকে প্রাণে বাঁচতে এবং বসতঘর ও জায়গা ফিরে পেতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও ভূমি মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছে অসহায় মালতী রানী সুশীল ও তাঁর পরিবারের সদস্যরা। উল্লেখ্য উক্ত জায়গা সংক্রান্তে আদালতে একটি মামলাও চলমান থাকলেও উল্লেখিত সন্ত্রাসীরা আইনের প্রতি মোটেও তোয়াক্কা না করেই ভুক্তভোগী পরিবারের উপর হামলা,ঘর জবর দখল ও মালামাল লুট করছে বলে জানান মালতী রানী।
No comments:
Post a Comment