ওসমান হোসাইন, কর্ণফুলী, চট্টগ্রাম:ই-একুশে মিডিয়া
কর্ণফুলীতে চট্টগ্রাম প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজনে, কর্ণফুলী ছাগল-ভেড়া খামারিদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী শনিবার(১৭জুন) কর্ণফুলী উপজেলা কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। আজকের সমাপনী দিনে ছাগল-ভেড়া খামার ব্যবস্থাপনায় উত্তম পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে কর্ণফুলী উপজেলার ৪০ জন খামারি এতে অংশগ্রহণ করেন।
সমাপনী দিনে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রানিসম্পদ কর্মকর্তা, ডা মোঃ আলামগীর, প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার। প্রশিক্ষণে ছাগল ভেড়া খামার স্থাপনে বিবেচ্য বিষয়, ছাগল ভেড়ার বাসস্থান নির্মানে করণীয়, বাচ্চা ব্রুডিং ব্যবস্থাপনায় করণীয়,প্রজনন ছাগী ভেড়া নির্বাচন, প্রসবকালীন ব্যবস্থাপনা,খাদ্য ব্যবস্থাপনা, রোগ বালাই প্রতিরোধে করণীয়, টিকা ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
চট্টগ্রামের অন্যান্য উপজেলায় ছাগল-ভেড়া পালনকারীদের নিয়ে পিজি গ্রুপ থাকলেও কর্ণফুলীতে এ ধরনের কোন গ্রুপ গঠন করা হয়নি। উদ্যোক্তা শেলী ধর বলেন খামারির উপজেলায় অন্তত ২ টি পিজি গ্রুপ গঠন অত্যন্ত জরুরি। উপস্থিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুম্মান তালুকদার এ ব্যাপারে উর্দ্ধতন কতৃপক্ষকে জানাবেন বলে আশ্বস্ত করেন।
প্রশিক্ষনে উপস্থিত খামারি মোহাম্মদ লোকমান হাকিম জানান, আজকের এই প্রশিক্ষণে তিনি অনেক সমৃদ্ধ হয়েছেন। ভবিষ্যতে যদি এ ধরনের আরো প্রশিক্ষণ আয়োজন করা যায়, তবে খামারিরা আধুনিক লালন পালন পদ্ধতি সর্ম্পকে আরো জানবে, এতে সামগ্রিক উৎপাদন বাড়বে, যা স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
No comments:
Post a Comment