ওসমান হোসাইন, কর্ণফুলী, প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
'গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’-এবারের বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্যকে তুলে ধরে কর্ণফুলী উপজেলা প্রশাসন উদ্যোগে উপজেলায় একলক্ষ গাছের চারা রোপণের কর্মসূচি উদ্বোধন করা হয়।
মঙ্গলবার(২০জুন)সকাল ১০.৩০ঘটিকায় উপজেলা পরিষদের অস্থায়ী কমপ্লেক্সে মধ্যে বৃক্ষরোপণ সংক্রান্ত আলোচনা সভা ও সচেতনতামূলক র্যালি এবং চারা বিতরন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ সভাপতিত্বে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্যে রাখেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) পিষুষ কুমার চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.রুম্মান তালুকদার,শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর,যুব ক্রীড়া কর্মকর্তা এনামুল হক,সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ সবুর আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ,উপজেলা এনজিও সমন্বয়ক ওসমান হোসাইন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স সাংবাদিক প্রতিনিধি ও জনপ্রতিনিধি বৃন্দ।
উপজেলা চেয়ারম্যান বলেন বাংলাদেশের ঋতু বৈচিত্রের ওপর এর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা দেশের ১ ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে। বৃক্ষরোপণ গুরুত্ব দিয়ে সম্মিলিত প্রচেষ্টায় প্রায় কর্ণফুলী উপজেলায় একলক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি আজ শুভ উদ্বোধন করলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য বৃক্ষরোপনের বিকল্প নেই। বর্ষা এই মৌসুমে গাছ লাগানোর উপযুক্ত সময়।গাছ আমাদের ফল,ফুল,ও অর্থ যোগান দেয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন সরবরাহ করে।
কর্ণফুলী উপজেলা প্রশাসন কতৃক সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্টানের সম্মিলিত আজকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ফলজ,বনজ,ও ঔষধি গাছের চারা রোপন প্রথম দিনে দশহাজার গাছের চারা সর্বস্তরের নাগরিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।
পর্যায়ক্রমে একলক্ষ গাছের চারা উপজেলায় বিভিন্ন সরকারি,আশ্রয়ন কেন্দ্র, পার্ক, বিদ্যালয়, কলেজ,মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্টান এবং সড়কের পাশ্ববর্তী জায়গাটুকু মধ্যে চারা রোপন করা হবে।
পরে নতুন নব নির্মিয়মান উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নারিকেল ও কৃষ্ণচূড়া গাছ রোপন করেন।
No comments:
Post a Comment