একুশে মিডিয়া, প্রতিবেদক:ই-একুশে মিডিয়া
শুক্রবার (৯ জুন) বিকালে নির্মান কাজ শুভ উদ্ভোধন করেন স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব নুরুল আলম। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম
বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ পূর্ব কোকদন্ডী হাছিয়া পাড়া হযরত জানে আলী শাহ (রহঃ) জামে মসজিদ সংলগ্ন পুকুর পাড়ে টিনের ছাউনি ফোরকানিয়া মাদ্রাসা ভবন ঢেলে পড়ায় এলাকাবাসীর উদ্যোগে পুকুর থেকে পাকা ভাউন্ডারী ও মাদ্রাসা ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে আর্থিক সহযোগিতা প্রয়োজন, তাই সকলের সহযোগিতা কামনা করেন।
শুক্রবার (৯ জুন) বিকালে নির্মান কাজ শুভ উদ্ভোধন করেন স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব নুরুল আলম। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ নুরুল আবছার।
হাছিয়া পাড়া সমাজ প্রতিনিধি আবু তাহেরের সভাপতিত্বে ও মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে নাছির উদ্দীনের সঞ্চালনায় এই নির্মাণ কাজের শুভ উদ্ভোধন উপলক্ষে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এ শুভ অনুষ্ঠানে সমাজের মান্যবর লোকজন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, এই মাদ্রাসায় দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছেলে মেয়েরা পবিত্র কোরআন শিক্ষা গ্রহন করে আসছেন, এটি এখন বর্ষাকাল হওয়ায় অত্যন্ত জরুরীভাবে পুকুর পাড়ে পাকা ভাউন্ডারী ও মাদ্রাসা ভবন নির্মান প্রয়োজন। তাই এলাকাবাসীর উদ্যোগে এই কাজ শুরু হয়েছে। এতে আমরা সকল মুসলিম ধর্মপ্রাণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি যে, আপনারা সবাই এগিয়ে আসুন এবং আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে নিজেকে ইহকাল ও পরকালের জন্য তৈরী করুন....(আমিন)।
No comments:
Post a Comment