একুশে মিডিয়া, প্রতিবেদক:ই-একুশে মিডিয়া
বাঁশখালীতে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে রাশেদা বেগম(৫০) নামের এক গৃহবধূকে খুন করেছে। গত শনিবার (৮ জুলাই) রাত ৮ থেকে রবিবার (৯ জুলাই) সকালের কোন এক সময় এই গৃহবধূকে কে বা কারা খুন করে ঘরের সম্মুখের দরজা ভিতর থেকে বন্ধ করে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ায় খুনের ঘটনাটি রবিবার রাত সাড়ে ১১টায় প্রচার হয় । নিহত মহিলা বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া ঘোনাপাড়ার নুরুল ইসলামের স্ত্রী। নুরুল ইসলাম চট্টগ্রাম মহানগরীতে দারোয়ানের চাকরি করায় এই নারী বাড়িতে একা থাকতো। তিনি গরু, ছাগল, হাঁস-মুরগী লালন পালন ও দিন সুদ ব্যবসা করে সংসার চালাতো। তার দুই মেয়েকেও বিয়ে দেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, চৌকিদার আব্দুল গফুরের সাথে দীর্ঘদিন ধরে অনৈতিক সর্ম্পক ছিল, মেয়ে জামাইয়ের সাথে বিরোধ ছিল এবং ওই নারী সুদ ব্যবসায়ী হিসেবে পরিচিত। এই তিন ঘটনাকে লক্ষ্য করে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। রাশেদা বেগমকে খুন করতে পারে সন্দেহে বাঁশখালী থানা পুলিশ চৌকিদার আব্দুল গফুর (৫৫), চৌকিদারের সহযোগী আব্দুর রহমান(৪৫) এবং মেয়ে জামাই জাকের হোসেন (৩৫) কে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সকালে আটক করা হয়েছে।
স্থানীয় প্রতিবেশিরা জানান, নিহত রাশেদা বেগম খুন হয়ে বাড়িতে নিথর দেহ পড়ে থাকলে তার পোষা গরু, ছাগল, হাঁস-মুরগী চেঁচামেচি করলে প্রতিবেশিরা গিয়ে দেখেন রাশেদা খুন হয়েছেন। এই খুনের খবর রবিবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টায় পুলিশের কাছে পৌঁছালে পুলিশ গিয়ে শুকনো রক্তাক্ত রাশেদার লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, এর আগে চৌকিদার আব্দুল গফুর হত্যার ঘটনা পুলিশকে না জানিয়ে রাশেদার স্বামী নুরুল ইসলাম এবং মেয়ে জামাই জাকের হোসেনকে ঘটনাস্থলে নিয়ে আসে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত নারীর সম-সাময়িক ৩টি ঘটনার সূত্র ধরে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে আটক করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
No comments:
Post a Comment