একুশে মিডিয়া, প্রতিবেদক:ই-একুশে মিডিয়া
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা এলাকায় এক পাগলের ছুরিকাঘাতে বজলুল হক (৬৩) নামের এক ব্যক্তি নিহত হয়। ১১ জুলাই (মঙ্গলবার) সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে উপজেলার ৯ নং গণ্ডামারা ইউনিয়নের গণ্ডামারা বাজারস্থ গাউছিয়া হোটেলে এই ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি গণ্ডামারা ইউপির ৩ নং ওয়ার্ডের সফির বর বাড়ীর মুতৃ আবুল বশরের ছেলে মোঃ বজলুল হক (৬৩)। এব্যাপারে পুলিশ ঘটনাকারী নুরুল আজিজ সিকদার (নুলাইজ্জা)পাগলা(৪৫)কে আটক করেছে।আটককৃত নুরুল আজিজ ওই এলাকার লাতু সিকদার নতুন বাড়ীর মৃত্যু মোক্তার আহমদ সিকদারের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সকালে নিহত বজলুল হক গণ্ডামারা বাজারের গাউছিয়া হোটেলে নাস্তা করতেছিল,ওইসময় নুলাইচ্ছা (পাগলা) হাশেমী সাহেব হুজুরের নামে শ্লোগান দিচ্ছে এবং শোর চিৎকার করে মেরা দিলবে লবহে নবী নবী বলে নাত গেয়ে ওই দোকানে ঢুকে, এমতবস্থায় বজলুল হক ওই পাগলাকে উদ্দেশ্য করে বলে যে,"পুরান পলে ভাত নপার"নোয়া পল আইস্যোুজেনা?এইসব কথায় পরস্পরের মধ্যে তর্কাতর্কি করাতে হাতাহাতির শুরু হয়,একপর্যায়ে তারা বলি ধরে ফেলে, এসময় দোকানে থাকা প্রত্যক্ষদর্শীরা তাদের বারন করে,নুলাইচ্ছা পাগলা ক্ষিপ্ত হয়ে ওই দোকান থেকে ছুরি নিয়ে বজলুল হককে ছুরিকাঘাত করেছে,পরে তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা দ্রুত চিকিৎসা জন্যে হাসপাতালে পাঠিয়েছে বলে জানান যায়।এসময় তারা আরো বলেন, নুলাইচ্ছা দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভোগতেছে,তার ভাইয়েরা অনেক চিকিৎসাও করেছে, কিছুদিন মোটামুটি সুস্থ ছিলো, তবে গত এক সপ্তাহ যাবৎ সে অতিরিক্ত পাগলামি অবস্থায় রাস্তা-ঘাটে ঘুরাঘুরি করতেছে।
নিহতের ছোট ভাই সৈয়দুল হক সওদাগর বলেন,নিহত বজলুল হক আমার মেজো ভাই,তিনি ৫ ছেলে, ৩ মেয়ের জনক।সকাল আনুমানিক ৯ টা বা সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটেছে,নুরুল আজিজের মাথা খারাপ হয়ে গেছে যার ফলে তুচ্ছ কথা কাটাকাটিতে এই ঘটনা ঘটেছে,মামলার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি,পাগলাইয়াকে পুলিশ আটক করেছে বলে শুনেছি, কি করা যায় সেটা বুঝতে পারছিনা,আমি এখন লাশ নিয়ে হাসপাতালের মর্গে আছি,পরে কথা বলবো।
তাঁর ভাইপোত জিয়াউর রহমান সওদাগর বলেন, নুরুল আজিজ আমার চাচাকে ছুরিকাঘাত করেছে শুনে আমি দৌঁড়ে ঘটনাস্থলে যায়,এসময় আমার চাচার অবস্থা গুরুতর হওয়াতে দ্রুত হাসপাতালে পাঠাই,হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেছে, ময়নাতদন্ত রিপোর্ট আসলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।এসময় তিনি আরও বলেন, নুরুল আজিজ পাগল নয়,পাগল হলে ছুরি মেরে কিভাবে সে পালিয়ে গেছে? এককথায় আমার চাচাকে সে ছুরি মেরে মেরে ফেলেছে।
গণ্ডামারা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই নজরুল ইসলাম ঘটনার বিষয়ে বলেন,এই ঘটনার মুলহোতা নুরুল আজিজকে আটক করা হয়েছে,এব্যাপারে থানা তদন্ত (ওসি) সুধাংশু হওলাদার বলেন,গণ্ডামারা বাজারে চায়ের দোকানে বজলুল হক( ৬২) নামের লোকটা চা খেতে যায়,এসময় নুরুল আজিজ নামের লোকটা গান গেয়ে গেয়ে ওই দোকানে ঢুকলে নিহত বজলুল হক বলে যে"পুরান পাগলে ভাত নপার নতুন পাগল আইস্যোুজেনা?এই কথার একপর্যায়ে ওই দোকান থেকে ছুরি নিয়ে নুরুল আজিজ নামের লোকটা বজলুল হকের গলার বাম পার্শ্বে ছুরিকাঘাত করে,এসময় ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করে,এই ঘটনায় নুরুল আজিজ (৪৫)কে আটক করা হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে,মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
No comments:
Post a Comment