একুশে মিডিয়া প্রতিবেদক:ই-একুশে মিডিয়া
বিভিন্ন পত্রিকায় বাঁশখালী ইকোপার্কে ৭ টাকার টিকিট ৫০ টাকা সংক্রান্ত সংবাদ প্রকাশের পর ইজারাদারকে শো-কজ করেছে চট্টগ্রাম বিভাগীয় বন সংরক্ষক। তারপরও ইজারাদার প্রবেশদ্বারে টিকিটের মূল্য ৫০টাকা থেকে কমিয়ে আবারো নির্ধারিত মূল্যের অতিরিক্ত ৩০ টাকা নিচ্ছে। মেসার্স হামিদ এন্টার প্রাইজের মালিক মো. হামিদ উল্লাহকে ৪ কার্যদিবসের মধ্যে প্রবেশদ্বারে অতিরিক্ত টাকা নেয়ায় ইজারা কেন বাতিল হবে না জানতে চেয়ে এই কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়েছে । গত ৩ জুলাই দৈনিক কালের কণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ৫ জুলাই বুধবার চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত বন সংরক্ষক কাজল তালুকদার বাঁশখালী ইকোপার্ক এলাকা পরিদর্শন করেছেন। বিভিন্ন পর্যটকের সাথে কথা বলে অতিরিক্ত টাকা নেয়ার প্রমাণ পেয়েছেন বলে তিনি জানিয়েছেন।
গতকাল (৬ জুলাই) বৃহস্পতিবার বাঁশখালী ইকোপার্কে সরেজমিন গিয়ে দেখা গেছে, বাঁশখালী ইকোপার্কের প্রবেশদ্বারে টিকিটের মূল্য জনপ্রতি ৭টাকার স্থলে নেয়া হচ্ছে ৩০ টাকা। সংবাদ প্রকাশের আগে নেয়া হতো ৫০ টাকা। বনবিভাগের সাথে ইজারাদারের চুক্তি অনুসারে প্রবেশদ্বারে সাইনবোর্ড টাঙিয়ে পর্যটক প্রতি প্রবেশদ্বার মূল্য, গাড়ি পার্কিংয়ের মূল্য, শিক্ষার্থীদের সুবিধাজনক মূল্যে প্রবেশের নির্দেশনাসহ বিবিধ বিধিবিধান থাকার কথা । অথচ কোথাও সাইনবোর্ড নেই। টিকিটের মধ্যে প্রবেশদ্বার ফি এবং ইজারাদারের নাম ঠিকানা থাকার কথা থাকলেও তা নেই। প্রবেশদ্বার ফিসহ যাবতীয় ফি সর্ম্পকে পর্যটকদের অন্ধকারে রাখা হয়েছে। ইকোপার্ক এলাকায় পরিচ্ছন্নতার বিষয়ে নির্দেশনা থাকলে তা রাখা হয়নি।
বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জলদী রেঞ্জের রেঞ্জার আনিছুজ্জামান শেখ বলেন, ইজাদারকে চুক্তি মোতাবেক সাইনবোর্ড টাঙানো, প্রবেশদ্বার ফি নির্ধারিত মূল্য নেয়া এবং পরিস্কার পরিচ্ছন্নতার নির্দেশ দিয়েছি। অন্যথায় ইজারা বাতিল করা হবে।
চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত বন সংরক্ষক কাজল তালুকদার বলেন, বাঁশখালী ইকোপার্কে ইজারাদার অতিরিক্ত প্রবেশদ্বার নেয়ার ব্যাপারে তদন্ত করে প্রমাণ পাওয়ায় শো-কজ করেছি। শো-কজের জবাবের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রবেশদ্বারে নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা নেয়ার সুযোগ নেই।
বাঁশখালী ইকোপার্কের ইজারাদার হামিদ এন্টার প্রাইজের মালিক মো. হামিদ উল্লাহ বলেন, আমি শো-কজ নোটিশ পেয়েছি। আমি ইজারা পাবার পর যাদেরকে সাব ইজারা দিয়েছি তাদের সাথে বৈঠক করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেব। পর্যটকদের হয়রানির পক্ষে আমিও নই।
উল্লেখ্য, গত ৩ জুলাই দৈনিক কালের কণ্ঠে ‘ বাঁশখালী ইকোপার্কে ৭ টাকার টিকিট ৫০ টাকা” শীর্ষক সংবাদ প্রকাশ হয়।
No comments:
Post a Comment