চৌদ্দগ্রাম জুড়ে তোলপাড় ঘুমন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রী ও শিশু সন্তান খুন! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 5 July 2023

চৌদ্দগ্রাম জুড়ে তোলপাড় ঘুমন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রী ও শিশু সন্তান খুন!

এম হাসান, কুমিল্লা:

ই-একুশে মিডিয়া

কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী শিশুপুত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলা পৌর এলাকার পাঁচড়া ব্যাপারী বাড়িতে ঘটনা ঘটে নিহতরা হলেন নিপা আক্তার (২৭) তাঁর ছেলে আলী আহসান মুজাহিদ () নিপা আক্তারের স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী পুলিশ দুজনের লাশ উদ্ধার করেছেআজ বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য মঈনুল হাসান শুভ (২২) আবদুল্লাহ আল শাহেদ (১৯) নামে দুই ভাইকে আটক করেছেনিহত নিপা আক্তারের বাবা জালাল আহমেদে জানান, তাঁর মেয়ের জামাই আনোয়ার হোসেনের ভাই মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ (২২) এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন তিনি আরও জানান, গতকাল রাতে নিপা তাঁর ছেলেকে নিয়ে পার্শ্ববর্তী মামাশ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যান ধারণা করা হচ্ছে, এই সুযোগে হত্যাকারীরা ঘরের ভেতরে প্রবেশ করে নির্মাণাধীন টয়লেটে লুকিয়ে ছিল রাতে ঘরে ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয় সময় চিৎকার শুনে লোকজন ছুটে এসে নিপা তাঁর ছেলে মুজাহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় মুজাহিদকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়

নিপা আক্তার ছেলেকে নিয়ে ওই ঘরে থাকতেন তাঁর শ্বশুর-শাশুড়ি মারা গেছেন বিষয়ে পুলিশের হাতে আটক শুভ শাহেদের পরিবারের বক্তব্য নিতে গেলে তাঁদের কাউকে পাওয়া যায়নিচৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, মা-ছেলেকে কুপিয়ে হত্যার খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ তাঁর ভাই আবদুল্লাহ আল শাহেদকে আটক করেছে

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages