প্রতারণা মামলায় ফটিকছড়ির হাকিম শাহ কারাগারে - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 4 August 2023

প্রতারণা মামলায় ফটিকছড়ির হাকিম শাহ কারাগারে

স্টাফ রিপোর্ট, একুশে মিডিয়া:

ই-একুশে মিডিয়া

ব্যবসার কথা বলে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে এডভোকেট ফহাদ বিন তাহের চৌধুরীর একটি প্রতারণা মামলায় আসামী আব্দুল হাকিম শাহ (৪২)কে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত

জানা যায়,ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদ নাজির হাট এলাকার মৃত্যু আবু ফয়েজ শাহ' ছেলে আসামী আব্দুল হাকিম শাহ(৪২),হাটহাজারী কাটিরহাটের পূর্ব ধলই গ্রামের জাহান চৌধুরী বাড়ীর আবু তাহের চৌধুরীর ছেলে এডভোকেট মোহাম্মদ ফহাদ বিন তাহের চৌধুরী নামের এক আইনজীবীর কাছ থেকে আত্মীয়তার সুবাদে ব্যবসার প্রতিশ্রুতি দিয়ে ৩৮ লাখ টাকা হাতিয়ে নেয়ব্যবসার কথা টাকা নেওয়ার পর থেকে প্রতারণার উদ্দেশ্যে ওই আইনজীবীর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় আসামী হাকিম শাহএরই প্রেক্ষিতে ভুক্তভোগী এডভোকেট ফহাদ বিন তাহের চৌধুরী বাদী হয়ে আসামী আব্দুল হাকিম শাহ (৪২)' বিরুদ্ধে ৮১৩/২২ ইং- দায়ের করেওই প্রতারণা মামলায় ২আগস্ট বুধবার বিজ্ঞ জুডিশিয়াল আদালত চট্টগ্রামে আত্মসমর্পণ পূর্বক আসামী পক্ষের বিজ্ঞ আইনজীবী জামিন আবেদন করেন,এতে মামলার দীর্ঘ শুনানি শেষে আসামী পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে আসামী আব্দুল হাকিম শাহ (৪২)কে কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আওলাদ হোসাইন মোঃ জুনায়েদ এর আদালত

উল্লেখ্য,আসামী আব্দুল হাকিম শাহ' বাড়ি ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদ নাজির হাট এলাকায় হলেও সে চকবাজার থানাধীন চট্টেশ্বরী মোড় এলাকার বিভালীহীলে থাকতোব্যবসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছিলো আসামী হাকিম শাহতার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়এছাড়াও সি আর মামলা নং ৭৮৪/২২ ইং.এং সিআর ১৯৬/২৩ ইং- মামলা চট্টগ্রামের চকবাজার থানায় থাকা ওই আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট কপিও একুশে মিডিয়া  প্রতিবেদকের হাতে আসে

মামলার বাদী ফহাদ বিন তাহের চৌধুরী বলেন,আসামী আব্দুল হাকিম শাহ আমাদের আত্মীয় সম্পর্কের হওয়াতে তার ব্যবসায়িক সমস্যার কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে,আমার টাকা চাওয়াতে সে তার সাঙ্গ-পাঙ্গসহ আমাকে মারধর করে আমার কাছ থাকা অঙ্গীকারনামাসহ আরো ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেযার ফলে কোন উপায় দেখে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি প্রতারণা মামলা করেছি,ওই মামলায় আত্মসমর্পণ পূর্বক আগস্ট বুধবার আসামী পক্ষের আইনজীবী আদালতে জামিন আবেদন করেন,দীর্ঘ শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আসামী হাকিম শাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages