একুশে মিডিয়া, প্রতিবেদক:ই-একুশে মিডিয়া
বাঁশখালী প্রধান সড়কের কালীপুর এলাকায় বাস চাপায় মোটর সাইকেল আরোহী ২জন নিহত, ১জন আহত । সোমবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার রামদাশ মুন্সির হাটের দক্ষিণ পাশে পি.এ.বি সড়ক (বাঁশখালীর প্রধান সড়ক) এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড জঙ্গল গুনাগরী এলাকার আব্দুল শুক্কুরের ছেলে সবর জিয়া প্রকাশ সাইমুন (৩২) এবং আফজানের ছেলে আব্দুর শুক্কুর প্রকাশ শুক্কুনি (২৮)। আহত ব্যক্তির নাম আবু তাহেরের ছেলে রাকিবুল ইসলাম (২২)। তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেক্ষ দর্শীরা জানান, তিনজনই স্থানীয় মাইটপাড়া এলাকায় একটি ইট ভাটায় ড্যাম্পার চালক ও সহকারীর কাজ করেন। ওই ইটভাটা থেকে দুপুরে বাড়ী যাবার পথে আকস্মিক একটি দ্রুতগামী বাস চাপায় তারা হতাহত হন। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন বলেন, দুর্ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছেন। গাড়ি জব্দ করা হয়েছে।
No comments:
Post a Comment