রামগঞ্জ
(লক্ষ্মীপুর) প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
আবারো লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমদাদুল হক। সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার অব্যাহত রাখায় জুলাই মাসের সার্বিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হন তিনি। ১৪ আগষ্ট সোমবার সকালে জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ,পিপিএম তার হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। এনিয়ে ৬ষ্ট বার জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন এমদাদুল হক।
জানা যায়, রামগঞ্জ থানায় ২০২১ সালের ২৫ ডিসেম্বর ওসি হিসেবে মোঃ এমদাদুল হক যোগদান করেন। এরপর থেকে এলাকার আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় মাদক ও অস্র।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিঃ পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ সোহেল রানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ সাইফুল আলম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব আবদুল্লাহ মোঃ শেখ সাদী সহ জেলার উর্ধ্বতন অফিসারবৃন্দ।
No comments:
Post a Comment