সাইদ সাজু,
রাজশাহী থেকে:ই-একুশে মিডিয়া
রাজশাহী জেলা আ' লীগ সাবেক সাধারণ সম্পাদক জননেতা আসাদুজ্জামান আসাদ বলেছেন, আমরা সেই মানুষ বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে জীবনের ঝুকি নিয়ে লড়াই সংগ্রাম করে জননেত্রী শেখ হাসিনাকে প্রধান মন্ত্রীর আসনে আসিন করেছি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেমে উন্নয়ন হয়। তিনি বলেন, ঘাতকরা বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে দেশের উন্নয়ন বন্দ করতে চেয়েছিলো। কিন্তু বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে প্রদান মন্ত্রী করায় দেশ আজ উন্নত শিখরে পৌছে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেক হাসিনাকে আবারো প্রধান মন্ত্রী করতে হবে। সোমবার বিকালে রাজশাহীর মোহনপুর উপজেলার সামপুর বাজার ফুটবল মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ত্যাগি নেতাদের মুল্যায়ন করবেন।
রাজশাহী-৩ (মোহনপুর-পবা) আসেন এমপি পদে আ' লীগ দলীয় নৌকার মনোনয়ন প্রত্যাশী জননেতা আসাদ বলেন, দেশের উন্নয়নে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি সকলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারো বিজয়ী করতে সকলের প্রতি উদার্থ আহবান জানান। ঘাসিগ্রাম ইউপি জাতীয় শ্রমিকলীগ ও কৃষকলীগের আয়োজনে ও ঘাসিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান বকুল হোসেনের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঘাসিগ্রাম ইউপি কৃষকলীগ সভাপতি আলমগীর হোসেন ডালিম। ঘাসিগ্রাম ইউপি ম্রমিক লীগ সাধারন সম্পাদক মুরাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান। মুন্ডমালা পৌর সভার মেয়র সাইদুর রহমান, রাজশাহী জেলা যুব লীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলী আজম সেন্টু, রাজশাহী জেলা যুব লীগ সহ-সভাপতি আলমগীর মুর্শেদ রঞ্জু, মোহনপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি মজিবুর রহমান। মোহনপুর উপজেলা কৃষকলীগ সভাপতি জমসেদ আলী, মোহনপুর উপজেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম মিলন, মোহনপুর উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শামিম হোসেন, ঘাসিগ্রাম ইউপি কৃষকলীগ সাধারণ সম্পাদক সেলিম রেজা, নারী নেত্রী হাবিবা প্রমুখ।
এসময় মোহনপুর উপজেলা আ' লীগ,৷ যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ অংগ সংগঠনের নেতা-কর্মি সমর্থকসহ বিপুল সংখ্যক সাধারন জনতা উপস্থিত ছিলেন। পরে ১৫ই আগস্টে শহীদ বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যর আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোযা করা হয় এবং সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
No comments:
Post a Comment