লেখক- রিনা রহমান:ই-একুশে মিডিয়া
অপেক্ষা দেখা হয় নাহ বহুদিন... কবে যাবো সেই সন্ধ্যার আবছায়ায় কতকাল পেরিয়ে গেলো তোমার চোখে চোখ মিলায়নি ! হাজারো মানুষের মাঝে আজও তুমি নিখোঁজ, অনেকগুলো অপেক্ষার শ্রাবণ উপেক্ষা করে আমায় রোদ দিবে বলেছিলে, কিন্তু আমার কাছে সোনালি রোদ আসেনি। কলমের কালি ঘেমে কালচে করে লেপ্টে গেছে আকাশে! পৃথিবীর চতুর্দিকে সবই অপেক্ষার ঝুলি নিয়ে বসেছে! সময় আমাকে ছেড়ে যায় বারবার, আমি একবারও তাকে উপেক্ষা করিনি। সময়, আর বিচ্ছেদ আমায় ছেড়েছে। আজো অপেক্ষায় আছি, নিয়তি করেছে দিশাহীন। সময়কে করেছি অসময়! লোচনে অশ্রুর বর্ষণ ধরে রেখেছি আজীবন। অপেক্ষায় মৃত্যু আসে, সে আসেনা।
No comments:
Post a Comment