একুশে মিডিয়া প্রতিবেদক:ই-একুশে মিডিয়া
বাঁশখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এসময় মাদক বিক্রির সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হলে পালিয়ে গেছে আরো তিন সদস্য।
জানা যায়, বাঁশখালী থানাধীন কালীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড পালেগ্রামের পেছির বাপের বাড়ীর শেখ সৈয়দ হুজুরের মাজার এলাকায় ১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ মনোয়ার হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন,
পুলিশ সূত্র জানা যায়, নিয়মিত অভিয়ানের ০১/০৯/২০২৩ইং২০ নং জিডি মূলে তদন্ত কেন্দ্র এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালীন গুনাগরী মোড়ে অবস্থানকালে একই দিন রাত পৌন ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য (দেশীয় তৈরী চোলাই মদ) বান্দরবন হইতে ক্রয় করিয়া আনিয়া কালীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ পালেগ্রাম পেছির বাপের বাড়ি’র শেখ সৈয়দ হুজুরের মাজারের পাশে বিক্রয়ের উদ্দেশ্যে ভাগ বাটোয়ারা করিতেছে।উক্ত সংবাদ পাইয়া অত্র থানার অফিসার ইনচার্জ মহোদয়কে অবহিত করিয়া আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সঙ্গীয় অফিসার ফোর্স ও রাতিকালীন ডিউটি পার্টিসহ ঘটনাস্থলে পৌঁছি।
আসামীগন পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌঁড়াইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উল্লেখিত ১ ও ২নং আসামীদ্বয়কে হাতে নাতে ধৃত করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় অপরাপর ৩ জন মাদকব্যবসায়ীসহ তারা দেশীয় তৈরী চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে ভাগ বাটোয়ারা করিতেছিল। পরবর্তীতে আমি সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উপরোক্ত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী ১। মোঃ নেজাম উদ্দীন এর হেফাজত হইতে (i) দেশীয় তৈরী চোলাই মদ ভর্তি ৬টি সাদা প্লাস্টিকের বস্তা যার প্রতিটি বস্তায় সাদা স্বচ্ছ পলিথিন দ্বারা মোড়ানো ৫টি করে পোটলা সর্বমোট ৬x৫=৩০টি পোটলা। প্রতি পোটলার ওজন ১০লিটার করে সর্বমোট ওজন ৩শত লিটার দেশীয় তৈরী চোলাই মদ, যাহার মূল্য অনুমান প্রতি লিটার ১হাজার টাকা দরে ৩ লক্) টাকা ও ধৃত অপর আসামী সুমন মল্লিকের হেফাজত হইতে (ii) একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ যার ভিতর সাদা স্বচ্ছ পলিথিন দ্বারা মোড়ানো ২টি পোটলা, প্রতি পোটলার ওজন ১০লিটার করে সর্বমোট ২০লিটার দেশীয় তৈরী চোলাই মদ, যাহার মূল্য অনুমান প্রতি লিটার ১হাজার টাকা দরে ২০ বিশ হাজার) টাকাসহ সর্বমোট ৩২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ যাহার সর্বমোট বাজার মূল্য অনুমান ৩ লক্ষ ২০ বিশ হাজার। টাকা প্রাপ্ত হইয়া উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে রাত সাড়ে ১০ টার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ৩শত ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ।
অভিযুক্ত আসামীরা হলেন, ১ কালীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড পালেগ্রাম এলাকার জাফর আহমদ ও খালেদা বেগমের ছেলে মোঃ নেজাম উদ্দীন (২৫) ২। একই থানাধীন সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামের মধ্যম পাড়ার মৃত মানিক চন্দ্র মল্লিক ও বজ বালা মল্লিকের ছেলে সুমন মল্লিক (৩৪) ৩। পালেগ্রামের সাবের আহমদের ছেলে মোঃ মোরশেদ প্র: বাটু (২২) ৪। পালেগ্রাম মৃত আবুল কাসেমের স্ত্রী ছকিনা খাতুন (৩৮) ও ৫। পালেগ্রাম ফরুখ মেম্বারের স্ত্রী রেনু আরা (৪৫)। এসময় ১ ও ২ আসামী গ্রেফতার হলেও ৩, ৪ ও ৫ আসামী পলাতক রয়েছেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন (পিপিএম) বলেন, বাঁশথালী থানাধীন কালীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড পালেগ্রাম এলাকায় বিশেষ আভিযানে ৩২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতারকৃত দুই জন আসামী সহ ধৃত আসামীদ্বয় এবং পলাতক অপরাপর ৩ জন আসামীদের বিরুদ্ধে এজাহার দাখিল করা হইতেছে।
No comments:
Post a Comment