বাঁশখালীতে ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাসীর মৃত্যু - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 16 September 2023

বাঁশখালীতে ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাসীর মৃত্যু

একুশে মিডিয়া, প্রতিবেদক:

ই-একুশে মিডিয়া

চট্টগ্রামের বাঁশখালীতে জমি বিরোধের জের ধরে হামলায় আহত এক প্রবাসী মারা গেছেন শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত দুলা মিয়া (৬০) বাঁশখালী থানার বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়ি গ্রামের নজর মোহাম্মদ চৌধুরী বাড়ির আবুল খায়েরের দ্বিতীয় পুত্র

তিনি দীর্ঘদিন আরব-আমিরাতে প্রবাসে ছিলেন সম্প্রতি দেশে ফিরেছিলেন এর আগে সেপ্টেম্বর প্রতিপক্ষের হামলায় তিনিসহ চারজন আহত হন আপন ভাই চাচাতো ভাইদের বাঁচাতে গিয়ে হামলার শিকার হন বলে জানান স্থানীয়রা স্থানীয় সূত্র জানায়, মধ্যম চাঁপাছড়ি গ্রামের আবু নাঈম চৌধুরীর সঙ্গে একই এলাকার হেলাল উদ্দিন চৌধুরীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এর জের ধরে গত সেপ্টেম্বর (শুক্রবার) উভয় পক্ষের মধ্যে মারামারি হয়

একপর্যায়ে লাঠিসোঁটা ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় হেলাল তার সহযোগীরা এতে নাঈম চৌধুরীর দুই ছেলে সেলিমুল ইসলাম চৌধুরী (৪৩) শরীফ চৌধুরী (২৮) গুরুতর আহত হন খবর পেয়ে চাচাতো ভাইদের বাঁচাতে এগিয়ে আসেন দুই ভাই দুলা মিয়া নোয়া মিয়া তাদের ওপরও হামলা চালায় প্রতিপক্ষের লোকজন এতে গুরুতর আহত অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় ১৬ সেপ্টেম্বর শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলা মিয়া নিহত হয়েছেন 

ঘটনায় নিহত দুলা মিয়ার চাচা আবু নাঈম চৌধুরী বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তারা হলেন-হেলাল উদ্দিন, আজম উদ্দিন, বাবু মিয়া, মো. জোবায়ের, মো. কায়সার, নুরুন্নবী, নেজাম উদ্দিন, আব্দুল মজিদ, নুরুল আমিন, আব্দুল করিম মো. জিহান

বাঁশখালীর বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মুজিবুর রহমান বলেন, এক সপ্তাহ আগে জমি বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছিল দুই পক্ষেই কয়েকজন আহত হয়েছিলেন আজকে এক পক্ষের একজন মারা গেছেন ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages