একুশে মিডিয়া, প্রতিবেদক:ই-একুশে মিডিয়া
বাঁশখালীতে শাহ মজিদিয়া পোল্ট্রি ফার্ম এ পূর্ব শত্রুতার জের ধরে খামারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনের দৃশ্য স্থানীয় লোকজন দেখামাত্র এগিয়ে আসায় আগুন নিয়ন্ত্রণ হয়। এতে বড় ধরনের ক্ষয় ক্ষতি থেকে রক্ষা পান খামার মালিক। জান যায়, শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড় পূর্ব গুনাগরী রাজার পাড়াস্থ জিয়াউর রহমানের বাড়ি সংলগ্ন শাহ মজিদিয়া পোল্ট্রি ফার্ম খামারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে স্থানীয় জিয়াউর রহমানের খামারে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। ক্ষতিগ্রস্ত খামারের মালিক জিয়াউর রহমান অভিযোগ করে বলেন, পারিবারিক শত্রুতা থাকতে পারে। তবে এই ধরনের অমানবিক পশু হত্যার মতো নেক্কারজনক কাজ কোথাও দেখিনি। স্থানীয় কৃষক লোকজনের সহায়তায় কোটি কোটি টাকার প্রজেক্ট রক্ষা হয়েছে। যথা সময়ে আগুন নিয়ন্ত্রণ আনতে পেরেছি বলে কোটি টাকার লোকশান থেকে রক্ষা পেয়েছি।যদি যথাসময়ে আগুন নিয়ন্ত্রণ না আনতে পারলে সর্বস্ত হারিয়ে পথে বসতে হতো। আমি উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সনাক্ত করে কঠিন শাস্তি প্রদান করা হয়।
No comments:
Post a Comment