একুশে
মিডিয়া, প্রতিবেদক:ই-একুশে মিডিয়া
চট্টগ্রামের বাঁশখালী একাডেমি কতৃক আয়োজিত মরহুম আহমদ মিয়া চৌধুরী মেমোরিয়াল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনালে অংশ গ্রহণ করেন আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমি বনাম বাঁশিখালী ক্রিকেট একাডেমি। এতে আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমিকে ২ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাঁশখালী ক্রিকেট একাডেমি লিজেন্ড।
১৪ অক্টোবর (শনিবার) নানা আয়োজনে উৎসব মুখোর পরিবেশে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়। সকালে বাঁশখালী ক্রিকেট একাডেমি টসে জয়লাভ করে আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়, নির্ধারিত ২০/১৫.২ ওভারে সব ক'টি উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে জবাবে ১৩৫ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে জয়লাভ করে চ্যাম্পিয়ন হন বাঁশখালী ক্রিকেট একাডেমি লিজেন্ড, অপরদিকে রানারআপ গ্রহণ করেন আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমি।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়,এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু।
বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী ক্রিকেট একাডেমির সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব শহীদুল মোস্তফা চৌধুরী মিজান, মোহাম্মদ আলীমুল মোস্তফা চৌধুরী মিনহাজ, ব্যবসায়ী প্রতিষ্ঠান গুনাগরী বড় বাজার এর ব্যবস্থাপনা পরিচালক ও স্পন্সর মুহাম্মদ জহির উদ্দিন মজুমদার, বাঁশখালী ক্রিকেট একাডেমি'র পরিচালক ও প্রধান কোচ এবং আনোয়ারা নিলুফা কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ এরশাদ। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল মতলব (কালু), সাংবাদিক শাহ মোহাম্মদ সফিউল্লাহ, দৈনিক সকালের সময় প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন। সঞ্চালনায় মোহাম্মদ বয়ান প্রমূখ।
উল্লেখ্য, খেলায় জয়লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন মোঃ আবিদ, ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন মোঃ সাদ্দাম, সেরা বোলার নির্বাচিত হন এনামুল হক হারুন, সেরা ব্যাটস ম্যান নির্বাচিত হন তানজিদ হোসেন নয়ন। উল্লেখ্য, চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে ২০ টি ক্রিকেট একাডেমি খেলার শুরুতে অংশ গ্রহণ করেলও উক্ত ক্রিকেট টুর্নামেন্টে সর্বশেষ বাঁশখালী ক্রিকেট একাডেমি বনাম আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমি ফাইনালে উন্নীত হয়ে ওই দুই দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়।
No comments:
Post a Comment