একুশে মিডিয়া, প্রতিবেদক:ই-একুশে মিডিয়া
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিপুল ভোটে টানা দুই বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নৌকার মাঝি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১১টার দিকে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তার প্রমাণ আমার আসনে বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গত ১৫ বছরের দেশ জুড়ে উন্নয়ন, সুশাসন ও সেবার ওপর আস্থা রেখে এই নির্বাচনেও জনগণ নৌকাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন।
এ সময় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বাঁশখালী পৌরসভার মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন, জেলা পরিষদের সদস্য অধ্যাপক নুরুল মোস্তাফা সংগ্রাম, কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম সহ আরও দলীয় নেতা-কর্মীরা প্রমুখ।
প্রসঙ্গত, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
No comments:
Post a Comment