একুশে মিডিয়া, ডেস্ক:
শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম। ৩২ টি নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। ২৯৮ আসনে আওয়ামী লীগ আর ২৮৬ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নাম লিখিয়েছেন সাড়ে সাতশ' জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার সময় শেষ হওয়ার পর শুক্রবার (১ ডিসেম্বর ) থেকে শুরু হয়েছে মনোনয়ন যাচাইয়ের মাঠ পর্যায়ের কার্যক্রম। স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটারের সমর্থন যাচাই ছাড়াও প্রার্থীর ব্যাংক ঋণ, ফৌজাদারি মামলা, আয়কর রিটার্নসহ কোন তথ্য গোপন আছে কিনা এ বিষয়ে খোঁজ নিতে শুরু করেছে সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়গুলো। নির্বাচন কমিশন থেকে জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩২ টি নিবন্ধিত দল প্রার্থী দিয়ে ভোটে আগ্রহ জানিয়েছে। আগ্রহী হয়নি বিএনপিসহ ১২ টি দল।
সারাদেশে ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ ২৯৮ আসনে ৩০৩ জন প্রার্থী দিয়েছে। জাতীয় পার্টি ২৮৬ আসনে প্রার্থী দিয়েছে ৩০৪ জন। আওয়ামী লীগ পাঁচটি আসনে ও জাতীয় পার্টি ১৮টি আসনে ২ জন করে প্রার্থী দিয়েছে। নতুন দল তৃলমূল বিএনপি ১৫১ আসনে, বিএনএম ৪৯ আসনে ও বিএসপি ৮২ আসনে তাদের প্রার্থী দিয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে মনোনয়ন জমা দিয়েছেন ৭৪৭ জন প্রার্থী।
গতমাসে নির্বাচন কমিশনের ডাকা সবশেষ সংলাপে অংশ না নিলেও নির্বাচনে অংশ নিচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগসহ কয়েকটি দল। সব মিলিয়ে ২ হাজার ৭১৩ টি মনোনয়ন জমা পড়েছে। আগামী সোমবার (৪ ডিসেম্বর) প্রার্থী বা তাদের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর উপস্থিতিতে মনোনয়ন যাচাই করে আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থী চূড়ান্ত করবেন রিটার্নিং কর্মকর্তারা।
No comments:
Post a Comment