ককসবাজার জেলা কুতুবদিয়ার কুতুব শরীফ দরবার কর্তৃক পরিচালিত শাহ মালেকিয়া শামসুন নূর হেফজ ও এতিমখানায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে হেফজখানার মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান শিক্ষক হাফেজ মাও: ছানা উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অলিকুল সম্রাট হজরত শাহ আবদুল মালেক আল কুতুবী মহিউদ্দিন আজমী (রাঃ) এর সুযোগ্য পুত্র ও কুতুব শরীফ দরবারের যুগ্ম পরিচালক শাহজাদা ছৈয়দুল মিল্লাত আল কুতুবী, বক্তব্য রাখেন- দারুল হিকমাহ আল মালেকিয়া দাখিল মাদ্রাসা সহ সুপার মো: মিজানুর রহমান, হেফজখানার শিক্ষক হাফেজ হামিদুল্লাহ, হাফেজ মো: আনাছ। উপস্থিত ছিলেন- হাফেজ শহীদুল্লাহ্, হাফেজ শওকত ইসলাম, হাফেজ ইয়াছিন আরফাত, হাফেজ আব্দুল মান্নান, কলিম উল্লাহ ও ছাত্রবৃন্দ।
মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া:
No comments:
Post a Comment