মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রান্তিকের গণপাঠাগার উপকূলীয় পাবলিক লাইব্রেরির উদ্যোগে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার
(১৬ ডিসেম্বর)
সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে লাইব্রেরির সকল সদস্য ও কর্মকর্তাদের নেতৃত্বে বিজয় র্যালি বের করা হয়। বিজয় র্যালি শেষে লাইব্রেরির হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাঠাগারের সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, দিদার হোছাইন, জাহাঙ্গীর আলম মোহাম্মদ হাবিব, আকতার হোসাইন, মোবারকা বেগম, হুরি জান্নাত ও কলি আকতার।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল দিন ১৬ ডিসেম্বর। বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হয়, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। বিজয় আমাদের সুযোগ দিয়েছে দেশমাতৃকার সেবা করার। ঐক্যবদ্ধভাবে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিজ্ঞপ্তি।
No comments:
Post a Comment