একুশে মিডিয়া, প্রতিবেদক:
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান এমপি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, ‘নৌকা মার্কা মানেই উন্নয়ন, নৌকা মানেই মানুষের কল্যাণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশের সব ক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা মার্কায় ভোট দিন। শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে বাঁশখালীর কালীপুর ইউনিয়নে মিছিল শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান চৌধুরী আরো বলেন, সারাদেশের মতো বাঁশখালীর বঙ্গবন্ধুর কন্যা ও স্বাধীনতার প্রতীক নৌকার প্রতি ভালোবাসা এবং আস্থা রেখেছেন। এজন্য বাঁশখালীতেও অনেক উন্নয়ন হয়েছে। আগামী দিনেও শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে পারেন, তিনি তার প্রতিদান দিবেন ইনশাল্লাহ। এবং আগামী দশ বছরের মধ্যে বাঁশখালী হবে সিঙ্গাপুরের মতো একটি স্মার্ট উপজেলা।
জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা দেশব্যাপী আগুন সন্ত্রাস করে, মানুষ হত্যা করে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার অপরাজনীতি শুরু করেছে। তাই জামায়াত-বিএনপির নাশকতার রাজনীতিকে না বলতে নির্বাচনে ব্যাপকভাবে সবাই মিলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনুন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি। এরইমধ্যে নির্বাচনী আমেজ চলছে বাঁশখালী উপজেলা জুড়ে, চারদিকে শুধু নৌকা আর নৌকা স্লোগানে মুখরিত উপজেলার হাট-বাজার ও পথে-ঘাটে।
জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় উপজেলার কালীপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে নৌকা প্রতীকের সমর্থনে বাঁশখালীর প্রধান সড়ক গুনাগরী হতে পালেগ্রম জুড়ে বিশাল মিছিল শেষে পথসভা শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়।
কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদাত আলমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ও বক্তব্য রাখেন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে টানা দুই বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম ফরহাদুল আলমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রওকাতুন নুর চৌধুরী প্রিয়াতা।
এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সরওয়ার কামাল, উপজেলা ছাত্রলীগের লীগের সহ-সভাপতি রাকিবুল আলম সৌরভ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, জসীম উদ্দীন সহ, কালীপুর ইউপির সকল মেম্বার, সাবেক মেম্বার, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃত্বৃবন্দ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment