দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, এ ঘর্টানায় দুই জন নৌকার সর্মথক আহত হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, বাঁশখালী পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ জলদী গ্রামের রনি দাশ (২৯) ও জসিম উদ্দিন (৩২)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের নির্বাচনী প্রতীক ঈগল পাখির সমর্থকরা উপজেলা পরিষদের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে মিছিল নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছায়, এসময় আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থানরত নৌকা প্রতীকের সমর্থকরা নৌকা নৌকা স্লোগান দিলেই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়।
এতে একপর্যায়ে দুই পক্ষের ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। বাঁশখালী থানা পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডাঃ অনিক বড়ুয়া বলেন, দুই জন আহত লোক হাসপাতালে আনা হয়েছে, চিকিৎসা শেষে দুইজনই চলে গেছে।
No comments:
Post a Comment