একুশে মিডিয়া, প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এতে চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে ৩ শক্তিশালী প্রার্থী সহ ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (বর্তমান সাংসদ) উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান সিআইপি (ঈগল প্রতীক), স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ কবির লিটন (ট্রাক প্রতীক)।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে চট্টগ্রামে বিভাগীয় কমিশন ও জেলা প্রশাসন কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে উপরোক্ত তিনি শক্তিশালী প্রার্থীরা ব্যতীত অন্যান্যদের মধ্যে রয়েছে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জিল্লুল করীম শরীফি (ডাব প্রতীক), ন্যাপের প্রার্থী ডাক্তার আশীষ কুমার সুশীল (কুঁড়েঘর), ইসলামি ঐক্যজোট প্রার্থী সাংবাদিক শফকত হোসাইন চাটগামী (মিনার প্রতীক), ইসলামী ফ্রন্টের মহিউল আলম চৌধুরী (মোমবাতি প্রতীক) এবং ইসলামীক ফ্রন্ট প্রার্থী আব্দুল মালেক আশরাফী (চেয়ার প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান (বেঞ্চ প্রতীক) সহ মোট ১০ জন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
No comments:
Post a Comment