চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা শিকলবাহা ক্রসিং সংলগ্ন ট্রাকের ধাক্কায় মো. জিহাদ (২২) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার জামালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায় নিহত জিহাদ বাঁশখালী উপজেলার জহির উদ্দিন হেলালের ছেলে। সে দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিহাদ শ্রমিকের কাজ করে। ভেল্লাপাড়া এলাকা থেকে কাজ শেষ করে বাই সাইকেল চালিয়ে বাসার দিকে ফিরছিলেন। রাত ৯টার দিকে ক্রসিং জামালপাড়া পৌঁছালে (ঢাকা মেন্ট্রো- ট ২২-৮০০৭) ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়ক থেকে দূরে ছিঁটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠান। ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের হেলপারকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে।
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে ওসি মো. জহির হোসেন জানান।
No comments:
Post a Comment