চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে স্বতন্ত্র প্রার্থী মুজিব জয়ী - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 7 January 2024

চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে স্বতন্ত্র প্রার্থী মুজিব জয়ী

একুশে মিডিয়া, প্রতিবেদক:

ছবি- মুজিবুর রহমান সিআিইপি

সারাদেশের ন্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহন শেষ হওয়ার আধা ঘন্টা আগে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)

উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে ঘোষিত বেসরকারি ফলাফলে বিশাল ব্যাবধানে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি (ঈগল প্রতীক)

জানুয়ারি (রবিবার) সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এতে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যদিয়ে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়প্রার্থিতা বাতিল ঘোষণা করায় নৌকা প্রতীকের ফলাফল ছাড়া বেসরকারি ভাবে ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি ঈগল প্রতীকে পেয়েছে ৫৭,৪৯৯ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল্রাহ কবির লিটন (ট্রাক প্রতীকে) পেয়েছে ৩২,২২০ভোট

এতে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ২৫,২৭৯ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি (ঈগল প্রতীক) ইসলামী ফ্রন্ট প্রার্থী মহিউল আলম চৌধুরী মোমবাতি প্রতীকে পেয়েছে ১১২৫ ভোট, ইসলামী ঐক্যজোট প্রার্থী শফকত হোসাইন চাটগামী (মিনার প্রতীকে) পেয়েছে ১১৪ ভোট, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান (বেঞ্চ প্রতীকে) পেয়েছে ২৯৩ ভোট, ইসলামীক ফ্রন্ট প্রার্থী আব্দুল মালেক আশরাফী (চেয়ার প্রতীকে) পেয়েছে ৫০৩ ভোট, ন্যপ প্রার্থী ডাঃ আশীষ কুমার সুশীল (কুঁড়েঘর প্রতীকে) পেয়েছে ৩৩১ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি প্রার্থী মামুন আবসার চৌধুরী আম প্রতীকে পেয়েছে ১০৬ ভোট, কংগ্রেস প্রার্থী জিল্লুর করিম শরীফি ডাব প্রতীকে পেয়েছে ৮৪ ভোট

এরই মধ্যে ভোট চলাকালে  উপজেলার সরল ইউপির নং ওয়ার্ডের ৫৩ নং ভোট কেন্দ্রে নৌকা প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর উপর হামলা গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে এসময় স্বতন্ত্র প্রার্থী সমর্থকরা তাঁকে দীর্ঘক্ষণ পর্যন্ত অবরুদ্ধ রাখে, পরে পুলিশ, বিজিবি গিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে এরই মধ্যে প্রশাসনকে হুমকি প্রদান নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র ১৫/২০ মিনিট পূর্বে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির প্রার্থিতা বাতিলের ঘোষণা করেছে  ইসি এতে নির্বাচনী ফলাফল ঘোষণা কালে নৌকা প্রতীকের প্রাপ্ত ভোটের সংখ্যা ঘোষণা করা হয়নি

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages