আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ আসনের নৌকার প্রার্থী বর্তমান ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর পক্ষে নির্বাচনী প্রচারণা ও বিশাল মিছিল নিয়ে গণসংযোগ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন মুরাদ।
৪ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকালে যুবলীগ নেতা মুরাদ উপজেলার শিকলবাহার ইউনিয়নের কলেজবাজারের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করেন।
এ সময় তিনি সাধারণ মানুষের কাছে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কে বিজয়ী করার আহ্বান জানান। পাশাপাশি যুবলীগ নেতা মুরাদ পুরুষ ও মহিলা ভোটারদের মাঝে সাইফুজ্জামান চৌধুরীর ছবি সম্বেলিত নৌকার লিফলেট বিতরণ করেন।
এ সময় শত শত নেতাকর্মীদের মুখে মুখে একটাই শ্লোগান শেখ হাসিনার নৌকা, জাবেদ ভাইয়ের নৌকা, শিকলবাহার মাটি, জাবেদ ভাইয়ের ঘাটি, উন্নয়নের মার্কা কী, নৌকা ছাড়া আবার কী। ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে কলেজ বাজারের আশেপাশ।
এদিকে মো. মহিউদ্দিন মুরাদ নৌকার পক্ষে নির্বাচনী গণসংযোগ করছেন এমন খবর পেয়ে শত শত যুবকেরা স্লোগান দিতে দিতে মিছিলে যোগ দিতে থাকেন।
এ গণসংযোগে উপস্থিত ছিলেন শিকলবাহা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলি, শিকলবাহা ইউনিয়নের ইউপি সদস্য (৪ নং ওয়ার্ড) মো. আবু তালেব, কালারপোল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াস মধু, কলেজ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মো. ইউছুফ খোকন, কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক এম এ রহিম, যুবলীগ নেতা মো. সাইফুদ্দিন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর প্রচার সম্পাদক শাহ আলম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহবুবুর রাজু, যুবলীগ নেতা ফারহাদ, মো. সানা উল্লাহ, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য রনি, নয়ন ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।
No comments:
Post a Comment