গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি’র চট্টগ্রাম আগমন উপলক্ষে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম পুরাতন রেলওয়ে ষ্টেশন চত্বরে গণ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপির সভাপতিত্বে ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম এম.এ. সালাম, চট্টগ্রাম মহনগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক ও সাবেক এমপি নোমান আল মাহমুদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সহ-সভাপতি আইয়ুব আলী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড, জহির উদ্দীন, প্রদীপ কুমার দাশ, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, বোরহান উদ্দিন ইমরান, গোলাম ফারুক ডলার, আবদুল কাদের সুজন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, চসিক কাউন্সিলর অধ্যাপক নেচার উদ্দীন মনজুর, চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রমুখ।
সংবর্ধিত অতিথি অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর কাছে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। পিতার স্বপ্ন সোনার বাংলাকে তিনি স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করেছেন। তিনি এসময় দলীয় নেতা কর্মিদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে সংগঠনকে শক্তিশালী করার আহবান করেন। এ সময় উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
No comments:
Post a Comment