কর্ণফুলীতে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ হোসেন ছখিনা ফাউন্ডেশন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 22 March 2024

কর্ণফুলীতে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ হোসেন ছখিনা ফাউন্ডেশন

ওসমান হোসাইন, কর্ণফুলী:

কর্ণফুলীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে হোসেন ছখিনা ফাউন্ডেশনের  উদ্যোগে নগদ অর্থ ঈদ উপহার বিতরণ করা হয়

শুক্রবার (২২ মার্চ) বিকাল ২টায় হোসেন ছখিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সমতা শিপিং এন্ড ট্রেডিং এজেন্সি চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমানের  উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ৫শ পরিবারের মাঝে নগদ অর্থ ঈদ উপহার বিতরণ করা হয়

বিতরণ সময় আরও উপস্থিত ছিলেন চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান উপজেলা 'লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার,

ফাউন্ডেশনের পরিচালক বিবি ওয়েজাদা মিনু,সাজেদা হোসেন,শহিদুল ইসলাম বাবু,মোহাম্মদ শাহজাহান,শাহা জামাল মনু

ফাউন্ডেশনের চেয়ারম্যান আজিজুর রহমান  বলেন প্রতিবছরের ন্যায় রমজানে সাধারন মানুষের মাঝে এবারও ইফতার সামগ্রী বিতরণ করেছি আজ চরলক্ষ্যা দু:স্থ্য মানুষের সাথে ঈদের আনন্দ ভাগা ভাগি করতে এই ঈদ উপহার নগদ অর্থ নিয়ে এসেছি ঈদ শুধু আমার পরিবার নিয়ে নয় চরলক্ষ্যা কর্ণফুলী বাসীকে নিয়ে ঈদের আনন্দ ভাগা ভাগি করতে চাই!

হোসেন ছখিনা ফাউন্ডেশনের উদ্যোগে গত ৮মার্চ ১৫শ পরিবারের মাঝে ১৩কেজি করে নিত্য প্রয়োজনীয় ইফতার সামগ্রী, আজ নগদ অর্থ  ঈদ  উপহার ৫শ পরিবারের মাঝে প্রদান করা হয়

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages