বাঁশখালীর বাহারছড়ায় জাল ভোট দিতে গিয়ে আটককৃত তরুণকে ১ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 9 March 2024

বাঁশখালীর বাহারছড়ায় জাল ভোট দিতে গিয়ে আটককৃত তরুণকে ১ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

একুশে মিডিয়া, প্রতিবেদক:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক এক তরুণকে এক মাসের কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত শনিবার ( মার্চ) সকালে বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘটনা ঘটে  

দণ্ডপ্রাপ্ত তৌহিদুল (২০) বাহারছড়া ইউনিয়নের নং ওয়ার্ড এলাকার বাসিন্দা  নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফাত ছিদ্দিকী জানান, ওই ভোটার একবার ভোট দেওয়ার পর আবারও ভোট দিতে গেলে তাকে আটক করা হয়

পরে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালায় দোষী সাব্যস্ত করে তাকে মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

বাঁশখালী উপজেলার বাহারছড়ায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সকাল টা থেকে ভোট গ্রহণ শুরুর পর ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন ১০টি ভোটকেন্দ্রে ৩১ হাজার ২৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন  চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, এম. বখতেয়ার উদ্দিন চৌধুরী (টেবিল ফ্যান), মোহাম্মদ জসীম উদ্দিন (আনারস), মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী (অটোরিকশা), দেলোয়ার আজিম (টেলিফোন), মোহাম্মদ নাছির উদ্দিন খাঁন (ঢোল), মামুনুর রশীদ চৌধুরী (মোটরসাইকেল) সাদুর রশিদ চৌধুরী (চশমা) প্রতীক  

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা বলেন, নির্বাচনে দায়িত্বরত আছেন ১০ জন প্রিসাইডিং, ৭৮ জন সহকারী এবং ১৫৬ জন পোলিং কর্মকর্তা। বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম গত বছরের ২৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদ শূন্য হয়

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages