কর্ণফুলী প্রতিনিধি:
কর্ণফুলী উপজেলা চরলক্ষ্যা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস(৭০)কে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস ঈদের দিনে ১১এপ্রিল (বৃহস্পতিবার) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা ইউনুস এর বয়স ছিল ৭০ বছর।গত মার্চ মাসের ৮ থেকে ২৫ তারিখ পর্যন্ত তিনি জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরবর্তীতে স্বাস্থ্য অবস্থা কিছুটা উন্নতি হলে ঢাকা উত্তরায় অবস্থিত মেয়ে জেসীর বাসা থেকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভৈরব আইবি ভবনের পাশে বিসমিল্লাহ টাওয়ারে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে একমাত্র ছেলে মোঃ খালেদ বিন ইউনুস (বাপ্পি) বাসা নিয়ে আসা হয়। সেখানে বৃহস্পতিবার ঈদের দিন দুপুর ১টা ১৫ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেছেন।
১২ এপ্রিল শুক্রবার বাদ আসর পশ্চিম চরলক্ষ্যা মৌলভীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত
হয়। উক্ত জানাজায় কর্ণফুলী উপজেলা প্রশাসন পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুসের দাফনের আগে কর্ণফুলী থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম,কর্ণফুলী থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম।
পরে মহুম বীর মুক্তিযোদ্ধা কে পুস্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম আনোয়ারা-কর্ণফুলী থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক ভুমি মন্ত্রী সাইফুজ্জান চৌধুরী জাবেদ,এমপি। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী,নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত(ইউএনও),কর্ণফুলী থানা অফিসার জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম।
পরে কর্ণফুলী উপজেলা আ'লীগ পক্ষ থেকে উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী,সাধান সম্পাদক ও চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান সোলায়মান তালুকদার। পর্যায়ক্রমে ইউনিয়ন সর্বস্তরের জনসাধারণ মরহুমের প্রতিশ্রদ্ধা পুস্পস্তবক অর্পণ করেন।
বীর মুক্তিযোদ্ধা মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সন্তান, এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস পশ্চিম চরলক্ষ্যা মোঃ নুরুজমা'র দ্বিতীয় সন্তান। কর্ণফুলী চরলক্ষ্যা ইউনিয়ন মৌলভীবাজারে ১৯৫৪ সালে মে মাসের ২০ তারিখে জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীনতা যুদ্ধের অন্যতম লড়াই বন্দর অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
মরহুম বীর মুক্তিযোদ্ধা জীবনে তিনি বেশিরভাগ সময় ব্যয় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতির সাথে। স্বাধীনতার পূর্বে অবিভক্ত চরলক্ষ্যা ইউনিয়নে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দায়িত্বে ছিলেন তিনি। চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দায়িত্ব পালন করছেন দীর্ঘ ১৫ বছর।
পশ্চিম পটিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন পাঁচ বছর। কর্ণফুলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন তিনি। চট্টগ্রাম পোর্ট মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন দুই বছর। সর্বশেষ তিনি কর্ণফুলী থানা আওয়ামী লীগের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
সাবেক ভুমিমন্ত্রী জাতীয় সংসদ সদস্য সাইফুজ্জান চৌধুরী জাবেদ এমপি, সংক্ষিপ্তাকারে বক্তৃতায় বলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস আমার আব্বা মরহুম বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর
অত্যন্ত আস্থাবাজন ছিলেন। আমার সাথে ব্যক্তিগতভাবে অত্যন্ত আন্তরিক সম্পর্ক ছিল। এভাবে হঠাৎ করে চলে যাওয়া মেনে নিতে পারছি না। তার আত্মার মাগফিরাত কামনা করছি মহান রাব্বুল আলামিনের কাছে। মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস কে যেন জান্নাতুল ফৈরদৌস দান করুক চুম্মা আমিন।
No comments:
Post a Comment