বাংলাদেশ ইউনিয়ন পরিষদ উন্নয়ন ফোরামের গুণীজন সম্মাননা পেয়েছেন কালীপুর ইউপি সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 2 May 2024

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ উন্নয়ন ফোরামের গুণীজন সম্মাননা পেয়েছেন কালীপুর ইউপি সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী

একুশে মিডিয়া, প্রতিবেদক:

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ উন্নয়ন ফোরামের গুণীজন সম্মাননা গ্রহণ করছেন বাঁশখালীর কালীপুর ইউপি সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ উন্নয়ন ফোরামের উদ্যোগে  মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান বুধবার (১লা মে) বিকালে ঢাকা সেগুন বাগান কেন্দ্রীয় কচি-কাচাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয়

এতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ উন্নয়ন ফোরামের সভাপতি এ্যাডভোকেট খোকন চন্দ্র গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম জনশক্তি বিষয়ক উপ-কমিটির সহ-সভাপতি জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম প্রধান আলোচক ছিলেন, ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান  জাতীয় প্রেস ক্লাব ট্রাস্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ।

এই গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন বাঁশখালী উপজেলার ৫নং কালীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দীন চৌধুরী, তিনি দুই বারের নির্বাচিত ইউপি সদস্য, গিয়াস উদ্দীন চৌধুরী বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল আলম চৌধুরী ২য় পুত্র, তিনি এর আগেও কয়েকবার জাতীয় অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন।

ইউপি সদস্য গিয়াস উদ্দীন চৌধুরী একুশে মিডিয়াকে বলেন, সম্মাননা পাওয়ার জন্য নয় সারা জীবন মানুষের কাজ করছি এবং করে যাব এটা আমার দায়িত্ব ও কর্তব্য। বিভিন্ন জাতীয় সম্মাননা অনুষ্ঠানে আমাকে মনোনীত ও দাওয়াত করা জন্য আমি আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ জানাচ্ছি।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages