একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে আহত মো. আব্দুস ছবুর (৪২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (১২ জুলাই) রাতে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু বরণ করেন।
নিহত মো. আব্দুস ছবুর বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, গত মঙ্গলবার সাতকানিয়ার চূড়ামনি এলাকায় নিজের বাগানে কাজ করার সময় হাতির আক্রমণে আহত হন আব্দুস ছবুর।
তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুইদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
No comments:
Post a Comment