একুশে মিডিয়া, প্রতিবেদক:
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, কাথরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাব আবেদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা লোকমান করিব বাবুল, তৌহিদুল হক, হারুনুর রশিদ, হামিদ হোসাইন, ছৈয়দুল আলম, জামাল উদ্দীন, এনাম, করিম, সাহাব উদ্দিন হিরো, রাশেদ, ছাত্রলীগ নেতা, জিয়াউদ্দিন আরিফ, সাজ্জাদ হোসেন শাওন, এস.এম মনসুর, ফারুক চৌধুরী, ফাহিম সহ
এতে উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশি-বিদেশি কিছু অপশক্তি ও '৭১ এর পরাজিত শক্তি মিলে দেশজুড়ে নাশকতা চালানো হয়েছে। পুলিশ সদস্যকে মেরে লাশ ঝুলিয়ে রাখা হলো। এটা যদি আন্দোলনই হয়, তবে সেতু ভবন, মেট্রোরেল স্টেশন, হানিফ ফ্লাইওভার, বিটিভি, পুলিশ বক্স এগুলো কি দোষ করেছে ? এগুলো কেন ধ্বংস করা হলো ? এগুলোর পেছনে আসলে ছাত্ররা ছিল না, কোমলমতি ছাত্রদের আড়ালে স্বাধীনতা বিরোধীরা এ নাশকতা চালিয়েছে। এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না। এটা ছিল রাষ্ট্রধ্বংসের আন্দোলন। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
No comments:
Post a Comment