পবিত্র আশুরা স্মরণে- মোঃ খোরশেদ আলম - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 17 July 2024

পবিত্র আশুরা স্মরণে- মোঃ খোরশেদ আলম

আজ থেকে  ১৫ বছর আগে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ মোস্তফা (:)' প্রিয় দৌহিত্র, হযরত আলী (রা:)' জান,  মা ফাতেমা (রা:)’ নয়নের মনি ইমাম হাসান, হোসাইন এর কারবালায় শহীদ হওয়ার হৃদয়বিদারক ঘটনা পৃথিবীর সকল সভ্যতার ইতিহাস মানবতাকে ভূলন্ঠিত করেছিলো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাঁর 'মহরম' কবিতায় লিখেছেন 'নীল শিয়া আসমান লালে লাল দুনিয়া আম্মা লাল তেরী খুন কিয়া খুনিয়া, কাঁন্দে কোন ক্রন্দসী  কারবালা ফোরাতে, সে কাঁদনে আঁছু আানে সীমারেরও ছোরাতে' গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা, আম্মাগো পানি দাও ফেটে গেল ছাতিমা। আমিরে মুয়াবিয়ার পুত্র  তার মৃত্যুর পর ইয়াজিদ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার জন্য  গভীর ষড়যন্ত্র শক্তি প্রয়োগের পথ বেঁছে নিয়েছিলেন। চক্রান্তের অংশ হিসেবে মহানবী হযরত মুহাম্মদ (:) এর প্রিয় দৌহিত্র ইমাম হাসান (রা:) কে বিষ প্রয়োগ করে হত্যা করেছিলেন। এরই ধারাবাহিকতায় ইয়াজিদ বাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পরিবার-পরিজনের ৭২ জন সঙ্গিসহ মহানবী (সা:) এর আরেক দৌহিত্র ইমাম হোসেন (রা:) আশুরার দিন শাহাদাত বরণ করেছিলেন। জাহেলি সমাজের লোকেরা রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখতো, এদিন কাবায় গিলাব ছড়ানো হতো, এরপর যখন রমজানের রোজা ফরজ করা হলো তখন নবীজি (সা:) বলেন,  কোনো ব্যাক্তি এই দিন রোজা রাখুক বা না রাখুক তাতে কোনো কিছু আসে যায় না। আশুরা ইসলামে গুরুত্বপূর্ণ দিবস, "আশুরা" বলা হয় মহরমের ১০ তারিখে। মহান আল্লাহ তায়ালার বান্দা উম্মতে মোহাম্মদির জন্য কিছু সময় মৌসুম দিয়েছেন যে সময়ে সামান্য আমল করলেই সহজে আল্লাহতালার নৈকট্য সন্তুষ্টি অর্জন করা যায়। এটি মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ রহমত। পবিত্র রমজান মাসের পর সবচেয়ে শ্রেষ্ঠ মাস বলা হয়েছে পবিত্র মহরম মাসকে। হযরত আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত, নবীজি (:) বলেছেন রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহরমের রোজা। আশুরার দিন তওবা কবুল হওয়ার মক্যম সময়। এই দিনে তওবা, নিরাপত্তা এবং অদৃশ্য সাহায্য লাভ করার কথা বলা হয়েছে। সময়ে এমন আমলের প্রতি মনোনিবেশ করা উচিত, যাতে মহান আল্লাহর রহমত বান্দার দিকে আরো বেশি ধাবিত হয়। আশুরার দিন বিদাতি কর্মকাণ্ড থেকে দূরে থাকা উচিত।  হোসাইন (:)' শাহাদাত কে স্মরণ  করে মাতম, বিলাপ, তাজিয়া মিছিল, নিজ দেহে চাবুকের আঘাত ছুরিকাঘাত সহ এসব অনৈসলামিক কাজ। নবীজি (:)  বলেন শোকে বিহ্বল হয়েযে ব্যাক্তি গাল ছাপড়ায়, কাপড় ছেড়েঁ জাহেলি যুগের মতো আচরণ করে সে আমাদের দলভুক্ত নয়” ( বোখারী শরীফের হাদিস) ক্ষমতার মোহে অন্ধ হয়ে সেদিন মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ ইসলামের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের রচনা করেছিলেন। এই দিন প্রিয় নবী রাসুল (:) বলেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, এবং তাতে ইহুদিদের বিরোধিতা করো। আশুরার একদিন আগে বা পরে রোজা রাখো, এতেই তোমাদের মঙ্গল। ক্ষমতার মোহে আর কোনো অকাল প্রাণ আমাদের মাঝ থেকে যেনো ঝরে না যায়।

সেটাই হোক আজকের আশুরার দিনের শপথ। আল্লাহ তায়ালার দরবারে আমাদের প্রার্থনা পবিত্র আশুরার দিনটি যেনো আমাদের জীবনে সবচেয়ে বড় শোকের দিন হয়। এইদিনের মর্মবাণী অন্তরে ধারণ করে সমাজে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করার মানসে দেশের সকল মানুষ এবং মুসলিম উম্মহ যেনো ঐক্যবদ্ধ থাকে।

-------------------------------

লেখক

মোঃ খোরশেদ আলম

চেয়ারম্যান: বাঁশখালী উপজেলা পরিষদ

শ্রম বিষয়ক সম্পাদক দক্ষিণ জেলা আওয়ামীলীগ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages