বাঁশখালীর প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 31 July 2024

বাঁশখালীর প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

একুশে মিডিয়া, প্রতিবেদক:
বাঁশখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন, উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম

বাঁশখালী উপজেলায় সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা বুধবার (৩১জুলাই) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে  উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

একই দিন সকাল ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী , মাছের পোনা অবমুক্তকরণ আলোচনা সভা  এবং জাতীয় পাবলিক সার্ভিস  দিবস পালিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, মো. খোরশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী,  বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান,  চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শীলকূপ ইউপি চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসাব উদ্দীন, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, সাধনপুর ইউপি চেয়ারম্যান কে.এম সালাউদ্দীন কামাল, কাথরিয়া ইউপি চেয়ারম্যান ইবনে আমিন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোরশেদ ফারুকী, গন্ডামারা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গনি  সহ উপজেলার সকল দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

মৎস্য সাপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানে দুইজন সফল মাছ চাষীদের বিশেষ সার্টিফিকেট সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বাঁশখালী উপজেলা চেয়ারম্যান মো. খোরশেদ আলম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করা হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages