একুশে মিডিয়া, প্রতিবেদক:
বাঁশখালীতে মৎস্য সাপ্তাহ উপলক্ষে সফল মাছ চাষীদের বিশেষ সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন, উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম। |
"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ " এই স্লোগানকে সামনে নিয়ে সারাদেশে ন্যায় চট্টগ্রাম বাঁশখালী উপজেলায়ও জাতীয় মৎস্য সাপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী,মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে ও বাঁশখালী উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুল ইসলাম চৌধুরী'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল খালেক পাটোয়ারী, বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুদাশু শেখর হালদার, উপজেলা কৃষি অফিসার আবু সালেক, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শীলকূপ ইউপি চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসাব উদ্দীন সহ উপজেলার সকল দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে দুইজন সফল মাছ চাষীদের বিশেষ সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, মৎস্য অধিদপ্তর সারা দেশের ন্যায় বাঁশখালী উপজেলায়ও মৎস্য জীবিদের কল্যাণে কাজ করে যাচ্ছেন, তাদের এই মহৎ কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামীতে আরও সফলভাবে কাজ করে যাবেন।
No comments:
Post a Comment