একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীতে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খোরশেদ আলম। এসময় বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া, মানবকন্ঠ প্রতিনিধি মিজান বিন তাহের, ভোরের দর্পণ প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দেশ বর্তমান প্রতিনিধি প্রকাশ বড়ুয়া, যায়যায়দিন প্রতিনিধি রিয়াদুল ইসলাম, ভোরের ডাক প্রতিনিধি তাফহীমুল ইসলাম, কৃষক লীগ নেতা হারুনুর রশিদ, সাবেক ছাত্রনেতা হামিদ হোসাইন, গণকন্ঠ প্রতিনিধি তোফাইল আহমেদ, মোহাম্মদ জাহেদ প্রমুখ। পরে নুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
No comments:
Post a Comment