একুশে মিডিয়া, প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার চাম্বল বাজারের উত্তর পাশে থেকে মিছিলটি শুরু হয়ে দক্ষিণ পাশে গিয়ে বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক মাস্টার মোহাম্মদ লোকমানের সভাপতিত্বে এক পথসভায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান দক্ষিণ জেলা বিএনপির নেতা তরুণ সমাজ সেবক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
বাঁশখালী উপজেলা বিএনপি'র সদস্য সচিব রেজাউল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক ক্রীড়াসম্পাদক এ্যাড়ভোকেট শওকত ওসমান, বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুর কাদের চৌধুরী, বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, মিজান মিয়া, মাওলানা জাকারিয়া, ডা: ইউনুস, ফরিদুল আলম রানা, মেম্বার আবদুর রশিদ, করুম রেজা, হাজী মোহাম্মদ ইউনুস, আবদুল মন্নান, এ্যাড়ভোকেট মাহামুদুল ইসলাম, অধ্যাপক মো জামশেদ, বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, সেস্বাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ দিদার, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও বাঁশখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য মিশকাতুল ইসলাম চৌধুরী বলেন, দেশে ইতিহাসিক বৈষম্য বিরোধী ছাত্র জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে দেশে ফেচীবাদি স্বৈরশাসক বিদায় হয়েছে। দেশের আজ গণত্রিক ফিরিয়ে এসেছে, আজকের এদিনে আমি সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা করেছি। তিনি আরো বলেন, আমার মরহুম পিতা সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী অসামাপ্ত কর্মকান্ড়কে পরিপূর্ণতা দেওয়া জন্য সকালের সাথে কাজ করতে চাই।
No comments:
Post a Comment