একুশে মিডিয়া, প্রতিবেদক:
নানার বাড়ির পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু রাফসান চৌধুরী রাব্বি তার নানার বাড়ী বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়নের ২নং ওয়ার্ড আব্দুস সোবাহান মিয়াজির বাড়ী পুকুরে ডুবে বুধবার (২৮ আগস্ট) বিকালে তার মৃত্যু হয়।
জানা যায়, নিহত শিশু রাফসান চৌধুরী রাব্বি উপজেলার পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ি ৬ নং ওয়ার্ড এলাকার গ্রাম ডাক্তার মাহাফুজুল হকের ছেলে।
রাফসান চৌধুরী রাব্বি’র পিতা মাহাফুজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে রাফসান চৌধুরী রাব্বির পিতা মাহাফুজুল হকের সাথে রাগ করে তারঁ মা হেনা আক্তার রাফসান চৌধুরী রাব্বিরসহ তিন ভাইকে নিয়ে নানার বাড়িতে বসবাস করেছিল।
খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় সে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাফসান চৌধুরী রাব্বিকে মৃত ঘোষণা করেন। থানা পুলিশ খবরটি জানতে পেযে লাশটি থানায় আনলেও। ছোট শিশু ও পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি প্রদান করে থানা পুলিশ।পরে থানা থেকে রাফসান চৌধুরী রাব্বির লাশটি দাপনের জন্য তাঁর মা হেনা আক্তার ও পিতা মাহাফুজুল হকসহ স্বজনরা
তাঁর নিজ গ্রাম পূর্ব পুইছড়ি হাব্বান চৌধুরী বাড়িতে এনে দাফন কাজ সম্পন্ন করলেও। তার নানা বাড়িতে থাকা বড় দুই ভাইকে রাফসান চৌধুরী রাব্বির লাশটি দেখতে পিতার বাড়িতে, নানা বাড়ির স্বজনরা আসতে দেয়নি বলে অভিযোগ তুলেন পুকুরে ডুবে মৃত হওয়া শিশুর মাতা হেনা আক্তার।
No comments:
Post a Comment