প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের মতবিনিময়, ১২ দফা প্রস্তাবনা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 31 August 2024

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের মতবিনিময়, ১২ দফা প্রস্তাবনা

একুশে মিডিয়া, ডেস্ক:ড. ইউনূসের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা। ছবি : সংগৃহীত

. ইউনূসের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা। ছবি : সংগৃহীত

ন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা। শনিবার (৩১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান . ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে সদস্যের প্রতিনিধি দল মতবিনিময় সভায় যোগ দেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কারী আবু তাহের, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।

জানা গেছে, মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টাকে ১২ দফা প্রস্তাবনা দেন সমমনা জোট নেতারা।

এগুলোর মধ্যে অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা; অন্তর্বর্তী সরকার রাষ্ট্রকাঠামোর কী কী সংস্কার এবং কবে নাগাদ নির্বাচন আয়োজন করতে চায়, সেটার রোডম্যাপ প্রকাশ করা; সব অসম চুক্তি বাতিল করা; বিদ্যুৎখাতের কুইক রেন্টাল চুক্তি বাতিল করা; ছাত্র-জনতার ওপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে দেশে ফেরত আনা; বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত এবং আহতদের তালিকা প্রকাশ করে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া; দুর্নীতির বিরুদ্ধেজিরো টলারেন্স নীতিগ্রহণ; বিদেশে নতুন শ্রমবাজার সৃষ্টি অন্যতম।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages