গন্ডামারা বিদ্যুৎকেন্দ্রে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেলো দুই নিরাপত্তা কর্মীর - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 2 September 2024

গন্ডামারা বিদ্যুৎকেন্দ্রে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেলো দুই নিরাপত্তা কর্মীর

একুশে মিডিয়া, প্রতিবেদক:

ট্টগ্রামের বাঁশখালীর ১৩২০ মেগা ওয়াট গন্ডামারা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে চোরের ছুরিকাঘাতে দুই নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন সাবেক সেনা সদস্য।

সোমবার ( সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্রে দুই যুবক চুরি করতে আসে। নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দিলে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় দুই নিরাপত্তা কর্মীকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরওয়ার আলম (৫১) এবং রাশেদ জাওয়ারদার (২২) সরওয়ার আলম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামের আবদুর রহমানের ছেলে। রাশেদ জাওয়ারদার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাওয়ারদার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) তোফায়েল আহমদ বলেন, বাঁশখালীর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে চুরির প্রতিরোধ করতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages