একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীতে পুকুরের পানিতে ডুবে ২ বছর বয়সী ওমর আব্দুল্লাহ (আবিদ)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১১.৩০ টার দিকে উপজেলার বাহারচড়া ইউপিতে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু ওমর আব্দুল্লাহ (আবিদ)উপজেলার বাহারচড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ওসমান গণীর এক মাত্র পুত্র।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ বাড়িতে খেলা করছিল শিশু ওমর আব্দুল্লাহ (আবিদ)। পরে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন ও স্বজনরা ওমর আব্দুল্লাহ (আবিদ)দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
No comments:
Post a Comment