চট্টগ্রামের কর্ণফুলীতে একটি মাদ্রাসায় যৌথ বাহিনীর তল্লাশি নামে টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার চারজন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় আলত্বাফিয়া ইয়াছিনিয়া আল এজাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।
কর্ণফুলী উপজেলার একটি মাদ্রাসায় যৌথ বাহিনীর গোয়েন্দা তল্লাশির নামে টাকা লুটের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বলাদিয়ার গ্রামের আজহারুল ইসলামের ছেলে সুহেল আনোয়ার (৪০), পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামের মো. শফিকুল ইসলাম (৪৮),বাঁশখালী উপজেলার নাপোড়া গ্রামের বিধান দেবের ছেলে বিদ্যুৎ দেব (৩৫), গাড়িচালক ও ভূজপুর থানার পোদ্দার গ্রামের দুলাল বাবুর পুত্র সুমন কান্তি দে (৪০)।
পুলিশ জানায়, গতকাল রাতে যৌথ বাহিনীর গোয়েন্দা পরিচয়ে ৯ ব্যক্তি মাইক্রোবাস থেকে নেমে মাদ্রাসায় প্রবেশ করেন। তাঁরা তল্লাশির নামে লোকজনকে অবরুদ্ধ করে বিদেশি মুদ্রাসহ প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে চলে যাচ্ছিলেন। মাইক্রোবাস নিয়ে চলে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা চারজনকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়। এ সময় আরও পাঁচজন ঘটনাস্থল থেকে সরে পড়েন। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির হোসেন বলেন, আটক চারজনের মধ্যে সুহেল আনোয়ার নিজেকে সেনাবাহিনীর সার্জেন্ট, বিদ্যুৎ দেব নিজেকে একটি জাতীয় পত্রিকার সাংবাদিক ও শফিকুল ইসলাম সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বলে পরিচয় দেন। জিজ্ঞাসাবাদ শেষে তাঁরা চারজনসহ মোট নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
No comments:
Post a Comment