কর্ণফুলীতে প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে মিশ্র পোনামাছ বিতরণ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 16 October 2024

কর্ণফুলীতে প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে মিশ্র পোনামাছ বিতরণ

ওসমান হোসাইন. কর্ণফুলী:

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে পোনামাছ বিতরণ করা হয়।

১৬ অক্টোবর(বুধবার)সকাল ১০ঘটিকায়
কর্ণফুলী উপজেলা কমপ্লেক্সে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ,স্বপন চন্দ্র দে, সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি)

রয়া ত্রিপুরা। অনুষ্ঠানে প্রধান  অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা উপপরিচালক,

মো: আনোয়ার হোসেন,বিশেষ  অতিথি, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা,শ্রীবাস চন্দ্র  আরও  উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা: রাকিবুল ইসলাম ,উপসহকারী প্রকোশলী, দুর্যোগ ব্যবস্থাপনা  ত্রান বিভাগ,তাসলিমা আক্তার।

কর্ণফুলী উপজেলার ৬৬জন প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে ৬৮১ কেজি কার্প মিশ্র পোনা ( রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ ) জন প্রতি ১০ কেজি করে  পোনামাছ বিতরণ করা হয়।

কর্ণফুলী  উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ,স্বপন চন্দ্র দে, বলেন, ২০২৪ সালের বন্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক মৎস্য চাষি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই সময় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছিলাম। এরই প্রেক্ষিতে মৎস্য অধিদপ্তরের ২০২৪-২০২৫ রাজস্ব বাজেটের আওতায় ক্ষতিগ্রস্ত ৬৬ মৎস্য চাষিকে প্রণোদনার অংশ হিসেবে ৬৮১কেজি পোনা বিতরণ করা হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages